বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২ ডিসেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা


touhid Hossen

তৌহিদ হোসেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ‘ট্রাভেল পাস’ চেয়ে আবেদন করেননি।

মঙ্গলবার (২ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার জানা মতে এখনও তিনি ট্রাভেল পাস চাননি। উনি চাইলেই ইস্যু হবে।

তৌহিদ হোসেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের সিদ্ধান্ত এবং দলের মতামতের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তারেক রহমানের পাসপোর্ট আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।