শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
শেয়ার

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে


mobile

ফাইল ছবি

প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন- বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।

বৈধভাবে স্মার্টফোন আমদানির শুল্ক কমানো বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। গত ১ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

১. প্রবাসীদের সুবিধা:
বিএমইটি কার্ডধারীরা অতিরিক্ত দুটি নতুন ফোনসহ মোট তিনটি ফোন ফ্রিতে আনতে পারবেন; চতুর্থ ফোনে শুল্ক দিতে হবে। বিএমইটি কার্ড না থাকলে নিজের ব্যবহারের ফোনের সঙ্গে একটি নতুন ফোন ফ্রিতে আনা যাবে। চোরাচালান রোধে ক্রয়কৃত ফোনের বৈধ কাগজ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

২. আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত:
বৈধ পথে মোবাইল ফোনের উচ্চ শুল্ক (বর্তমানে ৬১%) কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুল্ক কমালে স্থানীয় ফ্যাক্টরিতে উৎপাদিত ফোনের ভ্যাট–শুল্কও সমন্বয় করতে হবে, যাতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ्रস্ত না হয়।

৩. সিম-নিরাপত্তা ও অবৈধ ডিভাইস নিয়ন্ত্রণ:
নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সাইবার অপরাধ বা আর্থিক প্রতারণা এড়ানো যায়। ক্লোন, চুরি করা ও রিফারবিশড ফোন আমদানি বন্ধ করা হবে।

৪. বাজারে থাকা স্টক ফোন বৈধকরণ:
১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ আইএমইআই-যুক্ত অবৈধ স্টক ফোন হ্রাসকৃত শুল্কে বৈধ করার সুযোগ দেওয়ার আলোচনা চলছে। তবে ক্লোন ও রিফারবিশড ফোন এই সুবিধা পাবে না।

৫. সচল ফোন বন্ধ না হওয়ার নিশ্চয়তা:
১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত কোনো ফোন বন্ধ হবে না—এ নিয়ে গুজবে কান না দিতে বলা হয়েছে।

৬. এনইআইআর চালু হচ্ছে:
১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে। এরপর থেকে বৈধ আইএমইআই ছাড়া কোনো ফোন দেশে ব্যবহার করা যাবে না। অবৈধ আমদানিকৃত ও চোরাচালানি ফোন বন্ধ করা হবে।

৭. সীমান্ত ও বিমানবন্দরে নজরদারি:
ভারত, চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট চিহ্নিত করে কাস্টমসের মাধ্যমে কঠোর অভিযানের প্রস্তুতি চলছে, যাতে পুরোনো ফোনের ডাম্পিং ও কেসিং বদলে চোরাচালান ঠেকানো যায়।

সরকার জানিয়েছে- প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশে সিম এবং আইএমইআই ডেটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গুজব ছড়ানো বা ভীতি তৈরির তথ্য থেকে বিরত থাকতে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।