Search
Close this search box.
Search
Close this search box.

ইবোলার বিস্তার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

ebola_virus_photoবিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে, এ বছরের শেষ নাগাদ পশ্চিম আফ্রিকায় প্রতি সপ্তাহে পাঁচ হতে দশ হাজার পর্যন্ত মানুষ ইবোলায় আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারি মহাপরিচালক ব্রুস আইলওয়ার্ড জানিয়েছেন, যারা ইবোলায় আক্রান্ত হচ্ছেন, তাদের শতকরা ৭০ জনই মারা যাচ্ছেন।

পশ্চিম আফ্রিকার তিনটি দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং গিনিতে এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষ ইবোলায় মারা গেছে। ব্রুস আইলওয়ার্ড বলেন, এই রোগ এখন এই তিন দেশের বড় বড় শহর শুধু নয়, এখন আইভরি কোস্ট সীমান্তবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়ছে।

chardike-ad

ইবোলা মোকাবেলায় ডক্টর আইলওয়ার্ড আরো বেশি অর্থসাহায্য এবং বিশেষজ্ঞ পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।–বিবিসি।