Search
Close this search box.
Search
Close this search box.

মোবাইলের ব্যাটারি ব্যবহার করা যাবে টানা ২০ বছর!

Smartphone-Battery

মোবাইল ও ট্যাবে টানা ২০ বছর ব্যবহার করা যাবে এবং দ্রুত চার্জ হবে, এমন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি উদ্ভাবন করেছেন  গবেষকরা।

chardike-ad

সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটির গবেষকরা মোবাইল ও ট্যাবে ব্যবহারের এই দীর্ঘ সক্ষমতার ব্যাটারি তৈরি করেছেন বলে, খবরে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশঅ্যাবল।

নতুন এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্রথম দুই মিনিটেই ৭০% পর্যন্ত চার্জ হবে এবং ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ২০ মিনিট। আর ব্যাটারিটি ব্যবহার করা যাবে টানা ২০ বছর পর্যন্ত।

স্মার্টফোন ও ট্যাবে ব্যবহৃত বর্তমান লিথিয়াম আয়ন ব্যাটারির রিচার্জ সাইকেল সাধারণত ৫০০। নতুন উদ্ভাবিত এই ব্যাটারির রিচার্জ সাইকেল ১০,০০০।

গবেষকরা জানিয়েছেন, নতুন লিথিয়াম আয়ন ব্যাটারিতে টাইটেনিয়াম ডাই অক্সাইড জেল ব্যবহৃত হয়েছে, যা ব্যাটারিতে দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটায়। ফলে দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি সর্বাধিক ব্যাটারির লাইফের নিশ্চয়তা দেবে।

এখন অপেক্ষা কবে এটি বাজারজাতকরণ শুরু হবে।