পুলিশের জরুরী নম্বরে হাজার হাজার বার ফোন দিয়ে ভুল তথ্য প্রদানের অভিযোগে ৪৩ বছর বয়সী এক কোরিয়ান নারীকে গ্রেফতার করেছে সিউলের দক্ষিণাঞ্চলের পুলিশ। খবর ইয়নহাপ নিউজের।
দবং পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারী হতে ২০১৪ সালের জুলাই মাসের মধ্যে সং নামের ঐ ভদ্রমহিলা জরুরী নম্বর ১১২ তে মোট ৪ হাজার ৬ শত ৫৪ বার ফোন দিয়েছেন। এ জাতীয় ফোন কলে তিনি বিভিন্ন রকম মিথ্যা তথ্য যেমনঃ তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন অথবা কোন মৃত দেহ পেয়েছেন বলে জানিয়ে পুলিশকে বিভ্রান্ত করতেন।
আটকের পর সং স্বীকার করেছেন যে মদ্যপ অবস্থায় তিনি এসব ফোন করতেন।
দক্ষিণ কোরিয়ায় এ ধরনের অসত্য সংবাদ দিয়ে জরুরী নম্বরে ফোন করার শাস্তি হিসেবে ১ লাখ উওন পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। এসব ফোন কল কোন প্রকার ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ালে টানতে হতে পারে জেলের ঘানিও।



































