sentbe-top

গোলাম আযমের জানাজা শনিবার

golam-ajomগোলাম আযমের জানাজা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ হিল আমান আযমী এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার তার বাবার নামাজে জানাজা করা হবে। দাফনের আগ পর্যন্ত নিজ বাসায় লাশবাহী গাড়িতেই রাখা হবে।

কাল কখন জানাজা এবং দাফন হবে তা পরে জানানো হবে বলে জানান আমান আযমী।

তবে গোলাম আযমকে মগবাজারে পারিবারিক কবরস্থানে দাফনের পরিকল্পনা রয়েছে বলে তার ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর কারাদন্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আযম।

sentbe-top