Search
Close this search box.
Search
Close this search box.

নিজামীর রায় কাল

motiur_rahman_nizami২ দফা পেছানোর পর জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হতে যাচ্ছে বুধবার। তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

chardike-ad

৭ মাস ধরে ঝুলছে মতিউর রহমান নিজামীর মামলার রায়। গত ২৪ জুন এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। হঠাৎ নিজামীর অসুস্থতার কারণে সেদিন রায় ঘোষণা করা হয়নি।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর প্রথমবারের মতো এই মামলা রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। কিন্তু রায় ঘোষণার আগেই অবসরে চলে যান ট্রাইব্যুনাল-১-এর তত্কালীন চেয়ারম্যান।

পুনর্গঠিত ট্রাইব্যুনাল অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২য় দফায় গত ২৪ মার্চ মামলার রায় অপেক্ষমাণ রাখেন।