Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

bgbজামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আগামীকাল বুধবার। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

chardike-ad

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দেবে।

সন্ধ্যার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।

জানা গেছে, রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

দুই দফা পেছানোর পর বুধবার নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ঠিক হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, “কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার যে কোনো ব্যবস্থা নেবে।”

উল্লেখ, জামায়াতের এই শীর্ষ নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।