Search
Close this search box.
Search
Close this search box.

কোটি ছাড়াল হুন্দাই আভান্তে’র বিক্রি

hundai_avante
সিউলে হুন্দাইয়ের প্রধান কার্যালয়ে আভান্তের এক কোটি বিক্রির মাইলফলক অতিক্রম উদযাপন করছেন প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ ও আভান্তে ফ্যান ক্লাবের সদস্যরা।

দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটরসের প্রধান পণ্য আভান্তে কমপ্যাক্টের বিক্রি ১ কোটি অতিক্রম করেছে। কোরিয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত প্রথম মোটরযান হিসেবে প্রথম সংস্করণ বাজারে আসার ২৪ বছরের মাথায় এ মাইলফলক স্পর্শ করলো হুন্দাই আভান্তে। বর্তমানে ব্র্যান্ডটির পঞ্চম সংস্করণ আভান্তে এমডি ২০১০ বাজারে রয়েছে।

হুন্দাই সূত্রে জানা গেছে ১৯৯০ সালের অক্টোবরে আভান্তে কমপ্যাক্টের প্রথম মডেলটি বাজারে আসে। এরপর গত দুই যুগে গাড়িটির গড় বিক্রি ছিল বছরে ৪ লাখ ২০ হাজার ও প্রতিদিন ১১শ’। ১ কোটি গাড়ির মধ্যে কোরিয়ার স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ২৪ লক্ষ এবং বাকি ৭৬ লক্ষ বিক্রি হয়েছে বিশ্বের ১৭৭টি দেশে। এগুলোর মধ্যে ৬৪ লাখ গাড়ি কোরিয়ায় এবং ৩৬ লক্ষ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতে উৎপাদন করা হয়েছে।

chardike-ad

২০১৫ সালের মাঝামাঝিতে আভান্তের পরবর্তী মডেল বাজারে আসার কথা রয়েছে।