Search
Close this search box.
Search
Close this search box.

মোবাইল বিক্রি বৃদ্ধিতে এলজির মুনাফা বেড়েছে ৮৭%

lg logoচলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি এলজির মুনাফা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে ৮৭ শতাংশ। মূলত নিজ দেশে অবকাঠামো ও মোবাইল ব্যবসার উন্নয়নের কারণেই প্রতিষ্ঠানটি এ বিশাল অঙ্কের মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের আয়ের প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর এএফপি।

এলজির প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে তাদের মোট মুনাফা দাঁড়িয়েছে ২০ হাজার ২৬০ কোটি ওন (১৯ কোটি ৩০ লাখ ডলার); যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৭ শতাংশ বেশি। এ সময়ে পরিচালন আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১১২ শতাংশ বেড়ে ৪৬ হাজার ১৩০ কোটি ওনে দাঁড়িয়েছে। আর প্রতিষ্ঠানটির বিক্রি এ সময়ে ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৯ হাজার কোটি ওনে।

chardike-ad

জানা যায়, প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফার ৩৯ শতাংশ এসেছে সেলফোন বিক্রি থেকে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটি মোট ১ কোটি ৬৮ লাখ ইউনিট সেলফোন ডিভাইস বিক্রি করে; যা প্রতিষ্ঠানটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের রেকর্ড ভঙ্গ করেছে। মূলত ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে কম দামের ডিভাইসের আধিক্যের কারণে বেশ কয়েক প্রান্তিক ধরেই এলজির স্মার্টফোন ব্যবসায় মন্দাভাব বিরাজ করছে। তাই গত প্রান্তিকের ফলাফলে স্বস্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ফ্ল্যাগশিপ জিথ্রি স্মার্টফোন বাজারে উন্মুক্ত করে এলজি; যা প্রতিষ্ঠানটির বড় মুনাফা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এদিকে গত প্রান্তিকে প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় অঞ্চলেও বড় পরিবর্তন এনেছে। পাশাপাশি বিপণন খাতেও কৌশলগত পরিবর্তন আনা হয়েছে বলে এলজির পক্ষ থেকে জানানো হয়। নতুন নতুন অঞ্চলকে অন্তর্ভুক্ত করায় প্রতিষ্ঠানটির বিক্রি ও মুনাফা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।