Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকেও সাকিবের রেকর্ড

sakib-fb

ফেসবুকেও রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বর্তমানে সামাজিক যোগাযোগ সাইটে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ফ্যান এখন ৪০ লাখ!

chardike-ad

বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার প্রথম কোনো সেলিব্রিটি যার এত ভক্ত বিশ্বজুড়ে।

২০০৮ সাল থেকে চালু হওয়া তার ফেসবুক পেজ এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়। ফেসবুকে ৪০ লাখ ভক্তের রেকর্ড গড়ার পর ভক্তরা ফ্যানপেজে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি এ পেজ ভেরিফায়েড হওয়ায় মাধ্যমে অসংখ্য ভক্ত সাকিবের আসল পেজ সহজেই খুজে পাচ্ছেন। প্রিয় ক্রিকেটারের সম্পর্কে সবসময় বিস্তারিত জানতে পারছেন।

বর্তমানে এই বিশ্বসেরা অলরাউন্ডার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছেন। দ্বিতীয় টেস্টে পেয়েছেন সেঞ্চুরির দেখা। আর সেই সেঞ্চুরি উৎসর্গ করলেন ভক্তদের।

রেকর্ড ফেসবুক ফ্যান হওয়ার পর সাকিব বললেন, ‘চার মিলিয়ন? ওয়াও! আমি সত্যিই বিমোহিত..। আপনাদের ভালোবাসা ও সমর্থনে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। (জিম্বাবুয়ের বিপক্ষে) এই সেঞ্চুরি আপনাদের উৎসর্গ করছি। আসুন, সুন্দর ও ইতিবাচক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে আমরা সবাই একসঙ্গে গর্জন করি।’