Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আজ

csatকোরিয়ায় একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আজ ১২১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সারাদিনব্যাপী এই পরীক্ষায় এবার অংশ নিচ্ছে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। কলেজ স্কলাস্টিক এবিলিটি টেস্ট নামের এই ভর্তি পরীক্ষায় ৫টি বিষয়ের উপর দক্ষতা যাছাই করা হবে। পাঁচটি বিষয় হলো কোরিয়ান ভাষা, গণিত, ইংরেজি, সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞান এবং অন্য একটি বিদেশী ভাষা (শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী)।

কোরিয়ার বৃহৎ এই পরীক্ষা উপলক্ষে সকালে সাবওয়েতে ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। পরীক্ষার সেন্টার থেকে ২০০ মিটারের মধ্যে সকল যানবাহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

chardike-ad

উল্লেখ্য, কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাংলাদেশের মত বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদাভাবে নেওয়া হয় না। শিক্ষা মন্ত্রণালয় একটি কাউন্সিলের মাধ্যমে একক ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়গুলো সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করে থাকে।