Search
Close this search box.
Search
Close this search box.

ব্রিটেনে মানব বর্জ্যে চলল বাস

bio-bus

যুক্তরাজ্যের রাস্তায় প্রথমবারের যাত্রা সম্পন্ন করল মানব বর্জ্য দ্বারা চালিত বাস।

chardike-ad

এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, বুধবার ব্রিস্টল এয়ারপোর্ট থেকে বার্থ পর্যন্ত প্রায় ২০ মাইল পথ যাত্রীসহ পাড়ি দিয়েছে বায়ো-বাস নামের এ গাড়ি।

এতে জ্বলানি হিসেবে ব্যবহার করা হয়েছে মানুষের মল এবং খাবারের উচ্ছিষ্টাংশ থেকে উৎপাদিত বায়োমিথেন গ্যাস। গাড়িটির একটি জ্বালানি ট্যাংক পূরণ করতে পাঁচজন মানুষের বর্জ্যই যথেষ্ট, যার দ্বারা ৪০ আসন বিশিষ্ট গাড়িটি ১৯০ মাইল পথ পাড়ি দিতে পারবে।

প্রথম যাত্রায় গাড়িটিতে উইসেক্স ওয়াটার সুয়ারেজ প্লান্টে উৎপাদিত বায়োমিথন গ্যাস ব্যবহার করা হয়েছে। জেনইকো নামের একটি কোম্পানি প্লান্টটি পরিচালনা করছে।

এ প্লান্টে প্রতিবছর ৭ কোটি ৫ লাখ ঘনমিটার সুয়ারেজ বর্জ্য এবং ৩৫ হাজার টন ফেলে দেওয়া খাবার থেকে ১ কোটি ৭০ লাখ টন বায়োমিথন গ্যাস তৈরি করা যাবে।

এছাড়া প্রথম কোম্পানি হিসেবে জেনইকো চলতি সপ্তাহে যুক্তরাজ্যের ন্যাশনাল গ্রিডে মানববর্জ্য থেকে উৎপাদিত গ্যাস সরবরাহ করবে, যার দ্বারা অন্তত ৮ হাজার ৩০০টি পরিবারের প্রয়োজন মেটানো যাবে।