Search
Close this search box.
Search
Close this search box.

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

Naimবাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের ব্রুকলিনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র মোহাম্মদ নাইম উদ্দিন (১৪) নিহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রুকলিনের ইস্ট সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় একটি মিনিবাসে চাপা পড়ে গুরুতর আহত হয় মোহাম্মদ নাইম উদ্দিন। এ সময় সে স্কুল থেকে বাসায় যেতে রাস্তা পার হচ্ছিল। বাসটি তাকে আঘাত করে দ্রুত চলে যায়। ঘটনার পরপরই তাকে স্থানীয় মাইমনডিস হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাত ১০টার দিকে মারা যায়। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোক নেমে আসে।

chardike-ad

পুলিশ নাইম উদ্দিনকে চাপা দেওয়া বাসের চালক ল্যান লরেন্ডের (৭৮) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

নিহত নাইমের আত্মীয় ফয়সাল কবীর জানান, দুর্ঘটনার পর নাইমকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার অবস্থা গুরুতর দেখে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার মাথায় জরুরি অপারেশন করা হয়।

নিহত নাইম তার পিতা মইন উদ্দিন, কলেজপড়ুয়া এক বড় বোন ও এক ছোট ভাইয়ের সঙ্গে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত। নাইমের মরদেহ বাংলাদেশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।