Search
Close this search box.
Search
Close this search box.

টেস্টের পর ওয়ানডেতেও সবার ওপরে সাকিব

Shakibএকদিনের ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে শেরেবাংলা স্টেডিয়ামে ৭৬তম উইকেটটি সংগ্রহ করেন সাকিব। এই মাঠে ৫২ ম্যাচে ৭৬ উইকেট পেয়েছেন সাকিব।

এদিকে, এই রেকর্ড গড়তে সাকিব আল হাসান পেছনে ফেলেছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে। সমান সংখ্যক ম্যাচে ৭৫ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক।

chardike-ad

এদিকে শুধু একদিনের ম্যাচেই না, টেস্টেও সাকিব সবার উপরে রয়েছেন। ১২ ম্যাচে ৪৩ উইকেট পেয়েছেন। সাকিবের পর ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের জহির খান।

এদিকে নির্দিষ্ট মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরাম। শারজাহ স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১১২ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।