Search
Close this search box.
Search
Close this search box.

স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ ৪৫ শতাংশ

download (1)দ্য ইউনাইটেড ন্যাশন্স কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (অ্যাঙ্কটাড)-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে মোট রেমিটেন্স প্রবাহের ৪৫ শতাংশ বাংলাদেশের।
গত সপ্তাহে ২০১৪ সালের স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে অ্যাঙ্কটাডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোতে দুই দশমিক আট বিলিয়ন ডলার রেমিটেন্স বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক দুই বিলিয়ন ডলারে। বিশেষ করে বাংলাদেশেরই বেড়েছে দুই বিলিয়ন ডলার। ফলে দেশের মোট রেমিটেন্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১৪ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ বৃহত্তর রেমিটেন্সকারী দেশের অবস্থান অব্যাহতভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০১৩ সালেও বাংলাদেশের মোট রেমিটেন্স ছিলো ১৪ বিলিয়ন ডলার বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালে এশিয়ার স্বল্পোন্নত দেশসমূহে শূন্য দশমিক আট বিলিয়ন রেমিটেন্স বেড়ে দাঁড়িয়েছিল ১২ বিলিয়ন ডলার। ওই সময়ে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছিল শূন্য দশমিক সাত বিলিয়ন ডলার।