Search
Close this search box.
Search
Close this search box.

এবার ইউটিউবের সীমাও ছাড়িয়ে গেল ‘গ্যাংন্যাম স্টাইল’

saiইউটিউবের একটি ভিডিও সর্বোচ্চ কত বার দেখা যায়? এতদিন তার সীমা বেঁধে দেয়া ছিল : ২১৪ কোটি ৭৪ লক্ষ ৮৩ হাজার ৬শ ৪৭ বার।

কিন্তু দক্ষিণ কোরিয়ান পপ তারকা সাই-এর দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া মিউজিক ভিডিও ‘গ্যাংন্যাম স্টাইল’ তার চেয়েও বেশি বার দেখা হয়ে গেছে।

chardike-ad

ফলে প্রযুক্তিগত কারণেই ইউটিউবকে এখন একটি ভিডিও কতবার দেখা যাবে, তার সর্বোচ্চ সীমা বহুগুণ বাড়িয়ে নতুন করে নির্ধারণ করতে হয়েছে।

সেই সীমাটাও একটা ধাঁধাঁ লাগার মতো সংখ্যা। ৯,২২৩,৩৭২,০৩৬,৮৫৪,৭৭৫,৮০৮ বা ৯ কুইন্টিলিয়নেরও বেশি।

একটু সোজা করে বললে – ৯২ হাজার ২৩৩ কোটি কোটি-রও বেশি !

ডিসেম্বরের ১ তারিখ এক বিবৃতিতে ইউটিউব বলেছে, আমরা কখনো ভাবি নি যে কোন ভিডিও ২১৪ কোটির বেশি বার দেখা হবে – বা সেই ‘ভিউ’ এর সংখ্যা ৩২ অংক ছাড়িয়ে যাবে।

“তবে সে কথা আমরা ভেবেছিলাম সাইয়ের আবির্ভাবের আগে।”

‘গ্যাংন্যাম স্টাইল’ প্রথম ইউটিউবে ছাড়া হয়েছিল ২০১২ সালে, এবং প্রায় সাথে সাথেই এটা দক্ষিণ কোরিয়ার সীমা ছাড়িয়ে সারা বিশ্বে এক নম্বর হিট মিউজিক ভিডিওতে পরিণত হয়।

ইউটিউবের মালিক এখন গুগল। তারা কিছুদিন আগে বলেছে যে গুগলের ইঞ্জিনিয়াররা বেশ কয়েক মাস আগেই বুঝতে পেরেছিলেন যে ‘গ্যাংন্যাম স্টাইলের’ কারণে ইউটিউবের সিস্টেমের ক্ষমতা বাড়াতে হবে।

সে জন্যই তারা একটি ভিডিও কতবার দেখা যাবে তার সীমা ৩২ অংক থেকে বাড়িয়ে ৬৪ অংকের সংখ্যায় নিয়ে গেছেন।

ইউটিউবের এই পরিবর্তনের ব্যাপারে গ্যাংন্যাম স্টাইলের গায়ক সাই-এর কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।

গ্যাংন্যাম স্টাইলের পর ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও তালিকায় দু নম্বরে আছে কানাডিয়ান কিশোর তারকা জাস্টিন বিবারের মিউজিক ভিডিও ‘বেবি’।

তবে তার ‘ভিউ’এর সংখ্যার সাথে গ্যাংনাম স্টাইলের পার্থক্য ১০০ কোটিরও বেশি।

সুত্রঃ বিবিসি বাংলা