Search
Close this search box.
Search
Close this search box.

পোশাকশিল্পে উন্নত কর্মপরিবেশের জন্য পুরস্কার দেবে বাংলাদেশ ও জার্মানি

germanপোশাকশিল্পে সামাজিক ও পরিবেশগত কর্মপরিবেশ সৃষ্টি ও বজায় রাখার স্বীকৃতিস্বরূপ সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-২০১৪ প্রদান করবে বাংলাদেশ ও জার্মানি। ৯ ডিসেম্বর তিন দিনব্যাপী ঢাকা এপারেল সামিটের সমাপনী দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে এই পুরস্কার প্রদান করা হবে।

এটি বাস্তবায়ন করছে জার্মান সরকারের আন্তর্জাতিক সংস্থা জিআইজেড। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।

chardike-ad

২০১৩ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়। এবার সামাজিক কর্মপরিবেশ, পরিবেশ বিষয়ক পদক্ষেপ, দক্ষতা উন্নয়নে অন্তভুর্ক্তিমূলক পদক্ষেপ, ভবন ও অগ্নিনিরাপত্তায় উৎকর্ষ এই চারটি বৃহৎ শ্রেণীতে পুরস্কার দেয়া হবে।

মনোনয়ন পাওয়ার জন্য অংশ নিয়েছে মোট ১২০টি পোশাক কারখানা। শীর্ষনিউজ।