Search
Close this search box.
Search
Close this search box.

বাঁকা স্মার্টফোন আনছে স্যামসাং

Samsungবিশ্ব প্রযুক্তি বাজারে নতুন স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং। অ্যানটুটু বেঞ্চমার্ক সাইটে ইতোমধ্যে এই ফোনটির সম্ভাব্য ফিচার সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে। আগামী বছরে স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজে যুক্ত করতে পারে এস৬ নামের নতুন এই স্মার্টফোনটি।

গ্যালাক্সি এস৬ (এসএম-জি৯২৫এফ) নামের এই ফোনটি সম্পর্কে টেক টাইমস লিখেছে, ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে।।এতে থাকবে ৬৪ বিটের অক্টা কোর এক্সিনোস ৭৪২০ প্রসেসর, মালি-টি৭৬০ জিপিইউ, তিন জিবি র্যােম,সাড়ে ৫ ইঞ্চি মাপের কিউএইচডি (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল) রেজুলেশন প্যানেলের স্মার্টফোনটির পেছনে ২০ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি এতে ৩২ গিগাবাইট স্টোরেজ বিল্ট ইন থাকবে।

chardike-ad

গ্যালাক্সি এস৬ স্মার্টফোনটির বেশ কয়েকটি সংস্করণ তৈরি করতে পারে স্যামসাং যার মধ্যে একটি হতে পারে গ্যালাক্সি নোট এজের মতো বাঁকানো ডিসপ্লেযুক্ত।

নতুন স্মার্টফোনটি তৈরির জন্য ‘প্রজেক্ট জিরো’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।