Search
Close this search box.
Search
Close this search box.

আরবের সেরা ধনী সৌদি প্রিন্স আলওয়ালিদ

alwaleedচলতি বছরের অ্যারাবিয়ান বিজনেস রিচ লিস্টে শীর্ষে রয়েছেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আল সৌদ। তার সম্পদের পরিমাণ ২৮ দশমিক ১ বিলিয়ন ডলার। এ নিয়ে টানা ১১ বার এ তালিকায় শীর্ষে থাকলেন প্রিন্স আলওয়ালিদ। দুবাইভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন অ্যারাবিয়ান বিজনেস এ তালিকা প্রকাশ করে।

কিংডম হোল্ডিংস কোম্পানির মালিক প্রিন্স আলওয়ালিদের গত বছর সম্পদ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার। কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশ কমে যাওয়ায় এ বছর যুবরাজের সম্পদ কমেছে। যদিও ম্যাগাজিনটি দাবি করছে, প্রিন্স আলওয়ালিদের ব্যক্তিগত সম্পদ বিশেষ করে রিয়েল এস্টেট ও মিডিয়া কার্যক্রম বেশ ভালো করেছে, ফলে তার সম্পদে কিংডম হোল্ডিংসের শেয়ারের দাম কমার প্রভাব অতটা পড়েনি।

chardike-ad

ম্যাগাজিনটির সংকলিত বিশ্বের শীর্ষ ৫০ ধনী আরবের তালিকায় ১২ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদিভিত্তিক ওলায়ান পরিবার, এর পরেই ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে রয়েছে ব্রাজিলভিত্তিক জোসেফ সাফরা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মিসরের সাওইরিজ পরিবার, সম্পদের পরিমাণ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ১১ ধনীদশমিক ২ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এর পরের অবস্থানে রয়েছে সৌদি আরবের ইসাম আল জাহিদ।

দুবাইভিত্তিক দামাক প্রপার্টিজের চেয়ারম্যান হোসেন সাজওয়ানি প্রথমবারের মতো এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ২২তম স্থানে থাকা সাজওয়ানির সম্পদ ৪ বিলিয়ন ডলার। ৫০তম স্থানে রয়েছেন মরক্কোর আনাজ সেফরিওয়াই, সম্পদের ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। শীর্ষ ৫০ ধনী আরবের সম্মিলিত সম্পদের পরিমাণ ২৫৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কম। ২০০৮ সালের পর থেকে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ কমছে।