Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকের তথ্য ব্যাকআপ রাখবেন যেভাবে

facebook

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়তে হয় ছবি ও ডাটা হারানোর আশঙ্কায়। এজন্য আগে থেকেই সতর্ক থাকা উচিত। আর সতর্কতা হিসেবে ফেসবুকে আপনার যাবতীয় তথ্য ব্যাকআপ রেখে দিতে পারেন।

chardike-ad

খুব সহজেই ফেসবুকে আপনার ছবি, পোস্টসহ যাবতীয় তথ্য ব্যাকআপ রাখতে পারেন । তথ্য ব্যাকআপ নেওয়ার ধাপগুলো হচ্ছে-

facebook2প্রথমে আপনার ফেসবুক পেজের ওপরের ডানদিকে Setting-এ ক্লিক করুন।

 

facebook3ক্লিক করার পর যে পেজটি আসবে তার একেবারে নীচে Download a copy অপশনটিতে ক্লিক করুন।

 

facebook4এরপর পাবেন Start my Archive। এখানে ক্লিক করুন। আপনার ফেসবুকের যাবতীয় তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু করবে ফেসবুক কর্তৃপক্ষ।

 

facebook5আর্কাইভ সম্পন্ন হলে Download Archive নামে একটি অপশন দেখতে পাবেন। এতে ক্লিক করুন।

 

facebook6আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিলেই আপনার ফেসবুকের যাবতীয় তথ্য ডাউনলোড শুরু হবে।

ফেসবুকে আপনার বৃত্তান্তের তথ্য, স্ট্যাটাস, আপনার ও বন্ধুদের ছবি, বন্ধু তালিকা, মেসেজ প্রভৃতি তথ্যগুলো জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। জিপ ফাইলটি আনজিপ করুন। তাহলেই আপনার ফেসবুকের ব্যাকআপ পেয়ে যাবেন।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার