Search
Close this search box.
Search
Close this search box.

হাত থেকে পড়েও ভাঙবে না ফোন!

phoneস্মার্টফোন অসাবধানতায় পড়ে গেলে, সাধারণত স্ক্রিনের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আর স্ক্রিন সাড়ানোটা বেশ ব্যয় সাপেক্ষ।

এক্ষেত্রে অ্যাপল এবার নিজেদের আইফোনে এমন একটি প্রযুক্তি আনতে যাচ্ছে, যার ফলে ফোন পড়ে যাওয়ার আগে নিজ থেকেই সতর্ক হয়ে যাবে। ফোনের সেন্সর আঁচ করে নেবে যে ফোনটি একটি উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে কী না। সেই সময় নিজে থেকে সতর্ক হয়ে যাবে আইফোন।

chardike-ad

ফোনের স্ক্রিন নিজে থেকেই মাটির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, যাতে ফোনের ন্যূনতম ড্যামেজ হয়। এমনকি, ফোনের সঙ্গে হেডফোন লাগানো থাকলেও, তাও অটোমেটিক খুলে যাবে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যেই এই প্রযুক্তি অ্যাপেল তাদের ডিভাইসে ব্যবহার করবে। আইফোনের পাশাপাশি আইপ্যাডেও নতুন এই প্রযুক্তি অ্যাপল ব্যবহার করবে বলে জানা গেছে।