Search
Close this search box.
Search
Close this search box.

আগামী বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০

windows-10

এবার আট ছাড়িয়ে দশের পথে উইন্ডোজ। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম কম্পিউটারের দেখা মিলবে।

chardike-ad

মাইক্রোসফটের চিফ অপারেটিং সিস্টেম অফিসার কেভিন টার্নার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। যদিও এখনই উইন্ডোজ ১০ সম্পর্কে বিস্তারিত তথ্য ফাঁস করতে নারাজ টার্নার।

২০১১ সালে উইন্ডোজ ৭ কে পিছনে ফেলে বাজারে আসে ৮। সব কিছু ঠিকঠাক চলে ভার্সান ৮-এর প্রকাশের তিন বছর পর উইন্ডোজ ১০ বাজারে আসতে চলেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মাইক্রোসফটের তরফে তাদের লুমিয়া উইন্ডেজ ফোনে খুব তাড়াতাড়ি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালু করার কথা ঘোষনা করে।