Search
Close this search box.
Search
Close this search box.

সারদা কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী গ্রেপ্তার

madan-mitraসারদা চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।

এক খবরে আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার কলকাতায় সিবিআই দপ্তরে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মদন মিত্রকে গ্রেপ্তার করা হয়।

chardike-ad

এইদিন সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভলাটিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে প্রশ্নের সদুত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তৃণমূল সরকারের মন্ত্রী মদন মিত্র। দু’দফা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করে পাঠালেও অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছিলেন মদন। শুক্রবার প্রথমবারের মতো তিনি সিবিআইয়ের ডাকে হাজিরা দেন।

প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, কুনাল চোর, টুম্পাই(সৃঞ্জয়) চোর, মদন চোর, মুকুল চোর, আমি চোর! আর ওরা সবাই সাধু!

মমতা নিজে বাদ দিয়ে তার উল্লিখিত নামগুলোর তিনজনই সারদা কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হলেন ।