Search
Close this search box.
Search
Close this search box.

‘মাতাল পোস্ট’ ঠেকাতে ফেইসবুকের তৎপরতা

facebook

ব্যবহারকারীদের মাতাল অবস্থায় ছবি পোস্ট করা ঠেকাতে নতুন সফটওয়্যার বানাচ্ছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। সম্প্রতি নতুন ওই সফটওয়্যারের খবর নিশ্চিত করেছে ফেইসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রিসার্চ ল্যাব।

chardike-ad

বিবিসি জানিয়েছে, ইমেজ রিকগনিশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে মাতাল অবস্থায় তোলা ছবি চিহ্নিত করবে সফটওয়্যারটি। ব্যবহারকারীকে সতর্ক করে দেবে ছবিগুলো পোস্ট করার সময়।

উইয়্যার্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেইসবুকের জন্য নতুন ডিজিটাল অ্যাসিসট্যান্ট বানানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন এআই রিসার্চ ল্যাবের ইয়ান লিকান।

ফেইসবুকে এআই প্রযুক্তি ব্যবহারের ঘটনা এটাই প্রথম নয়। ব্যবহারকারীদের আচরণ পর্যালোচনা করে সঠিক কনটেন্ট নিউজ ফিডে দেখাতেও ব্যবহৃত হচ্ছে এআই প্রযুক্তি। অদূর ভবিষ্যতে স্ট্যাটাস ও টেক্সট বিশ্লেষণ করে স্বয়ংক্রিয় হ্যাশট্যাগ সাজেশনের প্রকল্প নিয়েও কাজ করছে ফেইসবুকের এআই রিসার্চ ল্যাব।