Search
Close this search box.
Search
Close this search box.

পুরুষরাই বেশি বোকা!

foolকে বেশি বোকা- নারী না পুরুষ? এ নিয়ে অনেক বিতর্ক চলতে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন, পুরষরাই বেশি বোকা। সম্প্রতি নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। শুক্রবার ব্রিটিশ মেডিকেল জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। ২০ বছর ধরে করা এ গবেষণায় দেখা গেছে অপ্রয়োজনীয় ও অকালমৃত্যুতে পুরুষরাই নারীদের চেয়ে এগিয়ে রয়েছে।

ডারউইন অ্যাওয়ার্ডসের ওপর ভিত্তি করে পরিচালিত এ গবেষণায় প্রতিবছর কতজন মানুষ ‘বোকার’ মতো মারা যান সে বিষয়টির ওপর নজর দেয়া হয়েছিল। সেখানে দেখা গেছে, ১৯৯৫-১৪ সাল পর্যন্ত খুবই সামান্য কারণে মারা যাওয়া মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশই পুরুষ। ডারউইন অ্যাওয়ার্ডসটি চার্লস ডারউইনের নাম অনুসরণে করা হয়েছে। টেলিগ্রাফ।