নিউ ইয়র্কভিত্তিক পেপার ম্যাগাজিনের শীতকালীন সংস্করণের কভারপেজে কিম কার্দাশিয়ান নিজের দেহের পেছন দিকটা উন্মুক্ত করে ওয়েব দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। ৩৪ বছরের কিমের এই পোজ অনুকরণ করেছেন অনেকে। তবে এবার শুধু পোজ নয় তার মতো চেহারা বানানোর জন্য কসমেটিক সার্জারি করালেন তার এক ছেলে ভক্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান জেমস পার্ক নামের ঐ যুবক পেশায় একজন মেকাপ আর্টিস্ট। কিমের মতো হওয়ার জন্য ঠোঁট বাড়ানো, লেজার করে চুল ফেলে দেওয়া ও মোটা ভুরুর ট্যাটু করেছেন ২৩ বছর বয়সী পার্ক।
এজন্য তিনি খরচ করেছেন দেড় লাখ মার্কিন ডলার। সম্প্রতি ইন্সটাগ্রামে কিমের মতো পোজ দিয়ে একটি ছবিও প্রকাশ করেছেন জর্ডান।
ডেইলি সানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কার্দাশিয়ানের অন্ধভক্ত তিনি। জর্ডান বলেছেন, “ কিমের সবকিছু আমি ভালোবাসি। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী কিম। তার ত্বক, চুল, তার সবকিছুই সুন্দর।”
তবে এই কাজ করায় কোনো অনুশোচনা নেই পার্কের। তিনি বলেন, “যখন মানুষ আমাকে প্লাস্টিক অথবা জালিয়াৎ বলে অপমান করার চেষ্টা করে তখন আমি হাসি। তারা কি চিন্তা করছে, আমি আমার প্রকৃত চেহারা ফেরাতে যাব? আমি যদি সেটাই করতাম, তবে আমার টাকা ফেরৎ চাইতাম।”