Search
Close this search box.
Search
Close this search box.

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ নিহত

new-york-police

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত হয়েছে।

chardike-ad

এক খবরে বিবিসি জানিয়েছে, শনিবার ওই বন্দুকধারী নিজেকে গুলি করার আগে পেট্রোল কারে বসে থাকা দুই পুলিশ সদস্যকে গুলি করে।

হাসপাতালে নিজ যাওয়ার পর লিও ওয়েনজিন এবং রাফায়েল র‍্যামোস নামের দুই পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করা হয়।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর নাম ইসমাইল ব্রিনসলে।

পুলিশ সদস্যদের খুন করার আগে ওই বন্দুকধারী নিজের বান্ধবীকে গুলি করে এবং সোশ্যল মিডিয়ায় পুলিশবিরোধী বার্তা পোস্ট করে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানিয়েছে, ওই বন্দুকধারী সোশ্যল মিডিয়ায় এরিক গার্নারের মৃত্যুর জের ধরে পুলিশকে গুলি প্রতিশোধ নেওয়ার সংক্রান্ত পোস্ট দিয়েছিল।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই নিউ ইয়র্কের রাস্তায় অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে এরিক গার্নারকে (৪৩) আটকের সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে জোর করে রাস্তায় ফেলে চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু হয়।

ঘটনাক্রমে এই দৃশ্য একজন ভিডিও করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

কিন্তু নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি এ ঘটনায় সংশ্লিষ্ট শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয়। এর পরপরই জুরির সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।