সরকারি চাকরিজীবীদের জাতীয় বেতন কাঠামোর প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে জাতীয় বেতন ও চাকরি কমিশন।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে অর্থমন্ত্রীর কাছে এই প্রতিবেদন জনা দেন সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন। এসময় কমিশনে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ফরাসউদ্দিন জানান, বর্তমানে ২০ ধাপে বিভক্ত বেতন কাঠামো ভেঙে ১৬ ধাপের নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে। ৬ সদস্যের পরিবারকে একক ধরে করা নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ৮০ হাজার টাকা নির্ধারণের করার সুপারিশ করা হয়েছে। ১ম ধাপের সরকারি কর্মকর্তাদের বেতন ৮০ হাজার টাকা আর ১৬তম ধাপের বেতন স্কেল হবে ৮ হাজার ২০০ টাকা। সরকারি চাকরিতে ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানকারীদের স্কেল হবে ২৫ হাজার টাকা।
তিনি আরো জানান, পদোন্নতি হোক বা না হোক সরকারি চাকরিজীবীদের বেতন ১৫ বছরে দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।
নতুন বেতন কাঠামোর প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আজ প্রদিবেদন পেয়েছি। এটি পর্যবেক্ষণ করব। আগামী বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে।




































