Search
Close this search box.
Search
Close this search box.

হ্যাপি রুবেলের শেষ ফোনালাপ

rubel-happy-romance

ক্রিকেট তারকাদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম এবং নারী কেলেঙ্কারির খবর নতুন নয়। অনেক খ্যাতিমান ক্রিকেট তারকা অভিনেত্রীদের সঙ্গে প্রেমে জড়িয়েছেন। এ ধরনের উদাহরণ রয়েছে অসংখ্যা। তবে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের ঘটনাটি চমকে দিয়েছে অনেককেই। যদিও অভিযোগটি এখনো একতরফা। রুবেল হোসেন নিশ্চুপ। কেবল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির বক্তব্যই পাওয়া যাচ্ছে। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ এনেছেন অভিনেত্রী হ্যাপি।

chardike-ad

সরাসরি কথা বলার জন্য রোববার রাতে ঢাকা এফএমে ‘অন্ধকারের গল্প’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হ্যাপি। চলচ্চিত্রে আগমন, অভিনয় জীবন, আগামীর কাজসহ রুবেলের সঙ্গে তার সম্পর্কের নানা বিষয় নিয়েও বিস্তারিত বললেন তিনি।

এ অনুষ্ঠানের একপর্যায়ে শোনানো হয় মামলার আগের দিনে হ্যাপি রুবেলের কথোপকথন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

রুবেল : ওটাতো এক নম্বর মিথ্যা কথা ছিল।
হ্যাপি : এক নম্বর মিথ্যা কথা ছিল?
রুবেল : হ্যাঁ
হ্যাপি : কোনটা মিথ্যা ছিল? আমরা দুজন হাজবেন্ড-ওয়াইফের মতো ছিলাম এটা মিথ্যা কথা?
রুবেল : হাজবেন্ড-ওয়াইফ? কিসের হাজবেন্ড-ওয়াইফ ছিলাম তোমার সঙ্গে আমি?
হ্যাপি : হাজবেন্ড-ওয়াইফের মতো ছিলাম না আমরা?
রুবেল : না। কখনই ছিলাম না হাজবেন্ড-ওয়াইফের মতো।
হ্যাপি : কিছুই হয়নি আমাদের মধ্যে?
রুবেল : না কি হবে?
হ্যাপি : ভেরি গুড রুবেল, অনেক সুন্দর করে কথা উল্টাতে পারো। একটা মানুষ যে এত সুন্দর করে কথা উল্টাতে পারে! একটা কথা বলত, আমাকে কখনো ভালোবেসেছিলে?
রুবেল : তোমাকে কি ভালোবেসেছি বলো তো?
হ্যাপি : তার মানে তুমি কী বলতে চাচ্ছ, তুমি আমাকে ভালোবাসনি। তোমার সঙ্গে আমার অন্য ধরনের কোনো রিলেশনও হয়নি। আমরা কখনও হাজবেন্ড-ওয়াইফের মতো ছিলামই না, তাইতো? বলো?
রুবেল : না, তোমার সঙ্গে হাজবেন্ড-ওয়াইফের সম্পর্ক কেন থাকব? এগুলো মুখের কথা নাকি?
হ্যাপি : মুখের কথা মানে কী?
রুবেল : তুমি বুঝতেছ না কেন, মুখের কথা না?
হ্যাপি : আমরা শুধু বিয়েই করিনি। আমাদের আর কিছু বাকি ছিল?
রুবেল : আমাদের কী ? আমাদের কিছুই হয় নাই।
হ্যাপি : আজকে কত তারিখ রুবেল?
রুবেল : তুমি খুব ভালো করে জানো আজকে কত তারিখ।
হ্যাপি : একটু বলতো? আজকে ১২ তারিখ রাইট? আজকে ১২ তারিখ।
রুবেল : ১৩ তারিখ।
হ্যাপি : ১৩ তারিখ শুক্রবার ২০১৪।
রুবেল : শনিবার।
হ্যাপি : শনিবার পড়েছে। কয়টা বাজে এখন?
রুবেল : অলমোস্ট ২টা।
হ্যাপি : ২টা। এখন ডিসেম্বর মাস। তার মানে তুমি আমার কথাগুলা অস্বীকার করলা আমি থানায় গেছি তারপর। এই শুক্রবারের আগের শুক্রবার ওইতো সাত আট তারিখ হবে হইতো। তো তুমি কথাগুলো অস্বীকার করলে থানার পরের টাইমটাতে রাইট? সব কিছু অস্বীকার করলে তাইতো?
রুবেল : অস্বীকার করার কী, যেটা সত্য কথা সেটায় বলতেছি।
হ্যাপি : ওকে ডান। তার মানে তুমি আমাকে লাভ করো না তাই তো?
রুবেল : তো বুঝতে পারছো তো তুমি, তোমাকে আমি লাভ করবো কেন বলো?
হ্যাপি : আমাকে যখন লাভই করো না, তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয়টা কেন করলা?
রুবেল : তোমার সাথে আমি কিসের ভালোবাসার অভিনয় করছি?
হ্যাপি : তোমার এসব রেকর্ডিং কিন্তু আমার কাছে আছে।
রুবেল : কোনো রেকর্ডিং … নাই। রেকর্ডিং দিয়ে কিছুই হবে না। উল্টাপাল্টা বানাই বানাই রেকর্ডিং করছ না?
হ্যাপি : বানাই বানাই, তোমার কথা কই আমি অন্য কাউরে দিয়া বলাইছি যে বানাই বানাই বলছ? তোমার ফোন নম্বর কি শো করবেনা?
রুবেল : তুমি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছ না?
হ্যাপি : তোমাকে ব্ল্যাকমেইল কেন? তুমি আমাকে বলছ, তুমি আমাকে ভালোবাস না। তার মানে তোমার পুরোটাই ছলনা? বলো আমি তোমার সব বিশ্বাস করছি। বলো?
আর তুমি সব অস্বীকার করলে আজ ১৩ তারিখ তুমি সব অস্বীকার করলে।
রুবেল : আমি ঘুমাব, রাখি বাই।