বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩১ ডিসেম্বর ২০১৪, ৩:০৭ অপরাহ্ন
শেয়ার

টেস্টকে বিদায় জানালেন ধোনি


MS-Dhoni

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার ট্রফি হারের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের অন্যতম সেরা এই টেস্ট অধিনায়কের নেতৃত্বে ভারত টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে। কিন্তু তিনি আর টেস্ট খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধোনি জানান, একদিনের আর্ন্তজাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে বেশি মনোযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি, যার ২৭টিতে তারা জিতেছে। তার নেতৃত্বে জয়ের হার ৪৫ শতাংশ।

৩৩ বছর বয়সী এই অধিনায়কের নেতৃত্বে ভারত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপ জিতেছে।

সূত্র:দ্য হিন্দু