Search
Close this search box.
Search
Close this search box.

ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে আত্মঘাতী হামলাঃ নিহত ৩৩

suicide

ইয়েমেনে ঈদে মিলাদুন্নবীর একটি অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

chardike-ad

দেশটির স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স অনলাইন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে সেন্ট্রাল ইয়েমেনে আয়োজিত এক অনুষ্ঠানে হঠাৎ এক ব্যক্তি ঢুকে পড়ে এবং কয়েক মুহূর্ত পরেই বোমা বিস্ফোরিত হয়।

দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, এ হামলায় নিহত ৩৩ জনের মরদেহ ইব শহরের দুটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ইব প্রদেশ নিয়ন্ত্রণ করে শিয়াপন্থি হুতি সম্প্রদায়। হামলায় আহতদের মধ্যে রয়েছেন ইব প্রদেশের গভর্নর।

স্থানীয় সংবাদমাধ্যম সাবা নিউজে বলা হয়েছে, ইব পুলিশের প্রধান জানিয়েছেন, হামলায় তিনজন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

ইব শহরের অধিবাসীরা জানিয়েছেন, যে দুটি হাসপাতালে মরদেহগুলো রাখা হয়েছে, তার মাঝ বরাবর আরো একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।