kimপ্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। বুধবার নতুন বছরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

কিম তার ভাষণে বলেন, “যদি পিয়ংইয়ং এর দাবি মেনে নেয়া হয় আমরা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই এর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।” এর আগে গত সোমবার দক্ষিণ কোরিয়াও তাদের পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে সংলাপের জন্য উত্তর কোরিয়াকে আহ্বান করে। ইস্যুগুলোর মধ্যে কোরিয়ায় যুদ্ধে আলাদা হওয়া পরিবারগুলোর একত্রিকরণের বিষয়ও রয়েছে।

chardike-ad
কিম বলেন, “সবকিছু দক্ষিণ কোরিয়ার মন-মানসিকতার উপর বর্তায়। আলোচনায় বসতে আমাদের কোনো বাধা নেই।”

দক্ষিণ কোরিয়ার সংযোগ বিষয়ক মন্ত্রী রিয়ো কিল জায়ে বলেন, “দক্ষিণ ও উত্তর কোরিয়ার মুখোমুখি বসা উচিত। নিজেদের মধ্যে একতা ফিরিয়ে আনতে একটা পরিকল্পনা নেয়া উচিত।”-বিবিসি।