Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে ৩২ ওয়েবসাইট বন্ধ

website-off

জাতীয় নিরাপত্তার প্রতি হুমকির কারণে ৩২টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এর মধ্যে অনলাইনে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ডেইলিমোশন ও ভিমিও’র মতো ওয়েবসাইটও রয়েছে।

chardike-ad

ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘এসব ওয়েবসাইটে ভারত বিরোধী ও ইসলামিক স্টেট বা এ ধরনের সন্ত্রাসী গ্রুপের পক্ষে প্রচরাণা রয়েছে। ওয়েবসাইটগুলোতে তরুণদের আইএসের মতো জঙ্গি সংগঠনে যোগ দিতে উৎসাহিত করা হতো।’

তবে বন্ধ থাকা অবস্থায় ওসব সাইট থেকে হামলার ভিডিও সরিয়ে নেওয়ার পর কয়েকটি ওয়েবসাইট আবার চালু করা হয়েছে।

মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের এক আদালতের নির্দেশনা মেনে এসব সাইট বন্ধ করা হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে ভারতের আইটি মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র: ইন্ডিয়াটুডে