Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ

barak and kimসনি পিকচার্স এন্টারটেনমেন্টের ওপর সাইবার আক্রমণের প্রতিবাদে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।   মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার উত্তর কোরিয়ার বেশ কয়েকটি সংগঠন ও ১০ জন ব্যক্তির ওপর এ অবরোধ আরোপ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরিয়ার উস্কানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।   উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ইতিমধ্যে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে উত্তর কোরিয়ার ওপর শুক্রবারের অবরোধ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাইবার অপরাধে কোনো দেশকে শাস্তি দেওয়ার প্রথম ঘটনা।     সূত্র : বিবিসি

chardike-ad