lg_display-factory-leakageকোরিয়ায় এলজি ডিসপ্লের একটি কারখানায় নাইট্রোজেন গ্যাসের বিষক্রিয়ায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে খিওংগি প্রদেশের পাজুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের নাম মুন ও লী বলে জানা গেছে। তাঁদের উভয়ের বয়স চল্লিশের কাছাকাছি। আহতদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়।

chardike-ad

এলজি ডিসপ্লের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্যমতে কারখানায় পরিষ্করণ কার্যক্রম চলাকালীন গুচ্ছ পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস নির্গমনের ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোরিয়া হাইড্রো এন্ড নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে নাইট্রোজেন গ্যাসের বিষক্রিয়ায় তিনজনের মৃত্যুর এক মাসেরও কম সময়ের ব্যবধানে এ দুর্ঘটনা ঘটলো।