Search
Close this search box.
Search
Close this search box.

সাকিবের নতুন বিশ্ব রেকর্ড

Sakib-Al-Hasan

ব্যাট-বল কথা শুনছে, মাঠে আলো ছড়াচ্ছেন সাকিব আর তার পায়ে এসে মাথা ঠুকছে সব রেকর্ড। নতুন আরো একটা বিশ্ব রেকর্ডের মালিক হলেন সাকিব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির তিন ধরনের ক্রিকেটের সবগুলোর সেরা অলরাউন্ডার হিসেবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

chardike-ad

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার মর্যাদা পেয়েছেন সাকিব। এর আগে কোনো ক্রিকেটার এই অর্জনে সম্মানিত হতে পারেননি।

ওয়ানডে ছাড়া বাকি দুই বিভাগে সাকিবের পরের স্থান অর্জনকারীরা তার চেয়ে বেশ পিছিয়ে আছে। যা সাকিবের অর্জনকে আরো বেশী মহিমান্বিত করেছে।

টেস্টে সাকিবের মোট রেটিং পয়েন্ট ৩৯৮। তার পরের দুজনের পয়েন্ট যথাক্রমে ৩৪১ ও ৩১৮। ওয়ানডেতে সাকিবের অর্জন ৪০৩ পয়েন্ট। তার পরের দুজনের সংগ্রহ ৩৯৭ ও ৩৯৫ পয়েন্ট। টি-টোয়েন্টিতে সাকিব শীর্ষে অবস্থান করছেন ৩৭৭ পয়েন্ট নিয়ে। তার পরের দুজনের সংগ্রহ ৩৬৩ ও ৩২৬ পয়েন্ট।