kamrulখাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘এক সপ্তাহ পরে বিএনপি আন্দোলনের নামও নিতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জন্য যা যা করা দরকার, তাই করবে। আপনারা (বিএনপি) মনে করেছেন বিদেশি বন্ধুরা এগিয়ে আসবে। কিন্তু কেউ এগিয়ে আসবে না।’ গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি, সরকারের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ড. ইনামুল হক। বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা ডা. কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান, আওয়ামী লীগের নেতা এম এ করিম প্রমুখ।

chardike-ad

এদিকে জাতিসংঘের বিবৃতি আমলে নিয়ে বিএনপিকে নাশকতা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। হানিফ বলেন, ‘আপনারা তো বিদেশি প্রভুদের ওপর নির্ভরশীল। জাতিসংঘের বিবৃতি আমলে নিয়ে সব ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করে জাতিকে রেহাই দিন।’