Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বে সবচেয়ে বেশি মানুষ হত্যা করা হয় যে ১০ শহরে!

Brazil

সম্প্রতি সিটিজেন কাউন্সিল ফর পাবলিক সেফটি এন্ড ক্রিমিনাল জাস্টিস নামের এক বেসরকারি সংস্থা বিশ্বের সকল শহরের ওপর গবেষণা শেষে প্রকাশ করেছে বিশ্বের ঝুঁকিপূর্ণ ১০ শহরের নাম। স্থানীয় সরকারের দেয়া অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ১০ টি শহরের মধ্যে রয়েছে নিম্নোক্ত শহরগুলো-

chardike-ad

সেন পেড্রো সুলা, হন্ডুরাস
এ শহরে সবচাইতে বেশি হত্যার ঘটেছে পরপর দুই বছর। এই শহরে প্রতিদিন তিন জনেরও বেশি মানুষ হত্যার স্বীকার হয়ে থাকে।

আকাপুলকো, মেক্সিকো
পর্যটকদের জন্য অন্যতম আকর্ষনীয় স্থান হলেও এই শহরটিতে ঘটে প্রচুর হত্যার ঘটনা। মাদক ব্যবসা এই শহর ঘটা অপরাধ সমূহের মধ্যে অন্যতম।

ক্যারাকাস, ভেনেজুয়েলা
হত্যাজ্ঞের ঘটনা ঘটে এমন শহরের মধ্যে অন্যতম এ শহরটি। এ শহরের প্রতি এক লাখ লোকের মধ্যে প্রায় ১২২ জন হত্যার স্বীকার হয়ে থাকে। এছাড়াও রাস্তায় ডাকাতি সহ এখানে ঘটে নান ধরনের অপরাধ কর্ম।

ডিস্টিরটো সেন্ট্রাল, হন্ডুরাস
হত্যার ঘটনা সহ এ শহরে রয়েছে মাফিয়াদের উৎপাত। এ শহরের অধিকাংশ লোক দারিদ্রসীমার নীচে বসবাস করলেও সরকারী খাতে হয় প্রচুর দুর্নীতি।

টোরিওন, মেক্সিকো
এই শহরের প্রতি এক লাখ বাসিন্ধার মধ্যে হত্যার স্বীকার হয় প্রায় ৮৭ জন মানুষ।

ম্যাসিও, ব্রাজিল
প্রতি বছর এ শহরের এক লাখ মানুষের মধ্যে হত্যার স্বীকার হয় ১৩৫ জন মানুষ।

কালি, কলম্বিয়া
বসবাসের জন্য অন্যতম অনিরাপদ শহরের তালিকায় রয়েছে এটি। এই শহরের প্রতি লাখে ঘটে ৮০ টি হত্যার ঘটনা।

নুয়েভো লারেডো, মেক্সিকো
এই শহরে দিনের প্রতি ঘন্টায়ই ঘটে প্রচুর ডাকাতির ঘটনা। ২০০৬ সাল থেকে এ শহরে ৬০ হাজার খুনের ঘটেছে।

বারকুইসিমেটো, ভেনেজুয়েলা
এই শহরে প্রতিদিনই খুনের ঘটন ঘটে এবং পর্য টনের জন্য অন্যতম আকর্ষনীয় জায়গা হলেও পর্য টকরা ঝুকির কারনে এই শহরকে এড়িয়ে চলেন।

জোয়াও পেসোয়া, ব্রাজিল
সমুদ্র পার্শবর্তী এ শহরটিতে প্রতি এক লাখ লোকের মধ্যে ৭২ জন হত্যার স্বীকার হয়ে থাকে।