Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে বিশ্বনেতাদের ঢল

soudi
রিয়াদে পৌঁছানোর পর ফ্রাঁসোয়া ওলাঁদকে স্বাগত জানান সৌদি আরবের মন্ত্রিসভার এক সদস্য

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের প্রতি শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে রিয়াদে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। তাদের মধ্য অনেকে নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিশ্বনেতাদের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ইতিমধ্যে রিয়াদে পৌঁছেছেন। ভারত সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি প্রধান হিসেবে যোগ দেবেন বারাক ওবামা। সৌদিতে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভসহ পাশ্চাত্যের অন্য সব দেশের প্রতিনিধি এখন সৌদিতে।

chardike-ad

বিশ্বের রাজপরিবারের সদস্যদের মধ্যে ব্রিটেনের প্রিন্স চালস, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, বাহরাইনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্দার, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফেদেরিক আন্দ্রে হেনরিক, মরক্কোর বাদশাহর ভাই প্রিন্স মুলে বিন রশিদ, নরওয়ের ক্রাউন প্রিন্স হ্যাকন মাগনুস উপস্থিত রয়েছেন।

ইসলামি রীতি মেনেই বাদশাহ আবদুল্লাহর জানাজায় গত শুক্রবার শরিক হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব।

একই দিন জানাজার পর দেশটিতে পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।

পরদিন শনিবার সকালে দেশটিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফকাল্লা।

একই দিন দেশটিতে উপস্থিত হন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ভারতের ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলদ আবদুল আজিজ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি, চীনের উপ-প্রধানমন্ত্রী ইয়াং জেইচি, কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী এরলান আবদেলদেব, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট নমদি সাম্বো, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুল্লাহ ও তুরস্কের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল।

এ ছাড়া শনিবার সৌদিতে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শ্রদ্ধা জানানোর পাশাপাশি সৌদির নতুন বাদশাহর সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন অনেকেই। ইতিমধ্যে ১০টি দেশের প্রতিনিধিরা সাক্ষাৎ শেষ করেছেন।

রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার রাত ১টায় মারা যান বাদশাহ আবদুল্লাহ। রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে জানাজার পর নিকটস্থ কবরস্থানে তাকে সাদামাটাভাবে দাফন করা হয়।

তথ্যসূত্র : আলজাজিরা, আরব নিউজ।