Search
Close this search box.
Search
Close this search box.

নতুন গ্রিক প্রধানমন্ত্রী ফিলিস্তিনিপন্থী

গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রা
গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস

গ্রিসের তরুণ প্রধানমন্ত্রী সিরিজা পার্টির নেতা আলেক্সিস সিপ্রাস ফিলিস্তিনিপন্থী বলে দাবি করা হয়েছে ইসরাইলি মিডিয়ায়। গত গ্রীস্মে গাজায় ইসরাইলি হামলার সময় তিনি বলেছিলেন, ইসরাইলের ‘নৃশংসতা বরদাস্ত করা হবে না।’ এতে আরো বলা হয়, সদ্য পার্লামেন্ট নির্বাচনে জয়ী সিরিজা পার্টির অনেক সিনিয়র নেতা ২০১০ সালে গাজায় ইসরাইল নৌ অবরোধ ভাঙার জন্য তুর্কি নেতৃতাধীন নৌ কাফেলায় ছিলেন। ওই সময় ইসরাইলি নৌ কমান্ডোদের হামলায় বেশ কয়েকজন আরোহী নিহত হন।

রোববারের নির্বাচনে বামপন্থী সিরিজা পার্টি ৩০০ আসনের মধ্যে ১৪৯টি পায়। আর সিপ্রাস প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

chardike-ad

তবে টাইমস অব ইসরাইলে বলা হয়েছে, সিরিজা পার্টির অনেকে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিসম্পন্ন হলেও তাদের জোট সরকারের কোনো কোনো ছোট অংশিদার ইসরাইলপন্থী। আর গ্রিসেরে বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্টোনিস সামারাসের সাথে ইহুদিদের বেশ সুসম্পর্ক ছিল।

গত গ্রীস্মে ইসরাইলি হামলার সময় সিপ্রাস বলেছিলেন, ‘ফিলিস্তিন স্থায়ী যুদ্ধে। এই যুদ্ধ অবশ্যই থামাতে হবে। এই নৃশংসতা বরদাস্ত করা যায় না।… যখন বেসামরিক নাগরিক ও শিশুরা ইউরোপ মহাদেশের সীমান্তে থাকা একই সাগরের বিচে নিহত হয়, তখন আমরা নীরব থাকতে পারি না। কারণ এটা আজ ভূমধ্য সাগরের অপর পাড়ে হলেও আগামীকাল এই পাড়েও হতে পারে।’