Search
Close this search box.
Search
Close this search box.

ভিয়েতনামে চালের দাম সাড়ে ৪ বছরে সর্বনিম্ন

http://www.dreamstime.com/royalty-free-stock-photography-long-grain-rice-burlap-sack-image12370437ভিয়েতনামে চালের দামে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। রফতানিযোগ্য এ পণ্য গত বুধবার টনপ্রতি লেনদেন হয় ৩১৫ ডলারে। এ দর ২০১০ সালের ২৮ জুলাইয়ের পর সর্বনিম্ন বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে বিজনেস রেকর্ডার।

এদিন ২৫ শতাংশ ভাঙা চালের দাম গত সপ্তাহের তুলনায় ৪ শতাংশ কমে দাঁড়ায় টনপ্রতি ৩২০-৩২৫ ডলার। এছাড়া ৫ শতাংশ ভাঙা চাল বিক্রি হয় ৩৫৫-৩৬০ ডলারে, যা ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বরের পর সবচেয়ে কম।

chardike-ad

এরই মধ্যে মালয়েশিয়ায় ২ লাখ ৪০ হাজার টন চাল রফতানির জন্য চুক্তিবদ্ধ হয়েছে ভিয়েতনাম সরকার। চাল রফতানিতে শীর্ষে থাকা থাইল্যান্ড ও ভারতের পরই রয়েছে ভিয়েতনাম।