Search
Close this search box.
Search
Close this search box.

ব্যাটের দৈর্ঘ্য ছাঁটার খবরে চটেছেন গেইল

Chris-Gayle

বিশ্বকাপের সময় এমসিসি-এর ব্যাটের ওপর নজরদারির খবরে বেশ চটেছেন ক্রিস গেইল। এমসিসি ও আইসিসি চাইছে লম্বা ব্যাটের ব্যবহার নিষিদ্ধ করে সাইজ ছোট করার কথা। ব্যাটের সাইজের পাশাপাশি ওজনের ওপরেও বিধিনিষেধ আনার কথা ভাবছে আইসিসি। কারণ গবেষণার পর আইসিসি দেখেছে লম্বা ও ওজনে ভারী ব্যাট ব্যবহার করলে ব্যাটসম্যানরা অতিরিক্ত সুবিধা পান। কিন্তু বিষয়টা কিছুতেই মানতে রাজি নন ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।

chardike-ad

এই বিষয়ে গেইল বলেছেন, লম্বা ছেলেদের তো লম্বা ব্যাট লাগবেই। এর আগে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি-ও ব্যাটের দৈর্ঘ্য কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।

আইসিসির চিফ এক্সিকিউটিভ ও এমসিসির সদস্য ডেভ রিচার্ডসন বলেছেন , ‘১০-১৫ বছর আগেও ব্যাট যেমন ছিল , এখন আর তেমন নেই৷ চরিত্র অনেক পাল্টেছে।’ ওয়ান ডে ক্রিকেটে চার-ছয়ের ফুলঝুরি দেখা যাচ্ছে৷ বিশ্বকাপেও সেটা থাকবে৷ ব্যাট বদলে যাওয়ায় যেকোনো বলেই ছয় মারতে দেখা যায় ব্যাটসম্যানদের৷ যে কারণে বিশ্বকাপে ব্যাটের উপর বাড়তি নজর রাখা হবে৷