foreighners_in_jejuকোরিয়ার দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ জেজুর আবাসন খাতে বিনিয়োগ করে সেখানকার ‘রেসিডেন্সি স্ট্যাটাস’ লাভ করেছেন এক সহস্রাধিক বিত্তশালী বিদেশী নাগরিক যাদের বেশীরভাগই চীন থেকে আগত। জেজু সরকারের তরফে সম্প্রতি জানানো হয় যে পাঁচ বছর আগে গৃহীত প্রকল্পের অংশ হিসেবে এ পর্যন্ত ১ হাজার ৭ জন বিদেশী নাগরিক জেজুতে আবাসন সুবিধা পেয়েছেন যাদের ৯৯ শতাংশই চীনা নাগরিক।

প্রকল্পের অংশ হিসেবে কোন বিদেশী নাগরিক জেজুর রিসোর্ট বা কন্ডোগুলোতে ন্যূনতম ৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে এফ২ রেসিডেন্সি স্ট্যাটাস পেতে পারেন। পাঁচ বছর পর এটি স্থায়ী এফ৫ রেসিডেন্সি স্ট্যাটাসে পরিবর্তন হয়।

chardike-ad

মূলত পর্যটক আকর্ষণ ও জেজুর আবাসন খাত উন্নত করার লক্ষ্যেই এ প্রকল্পের গোড়াপত্তন হয় ২০১০ সালে যা প্রথম বছর মাত্র ৩ জন বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে সক্ষম হয় যা পরবর্তী তিন বছরে যথাক্রমে ৮, ১৫৫ ও ৪৭৬ জনে উন্নীত হয় এবং ২০১৪ সালের শেষ নাগাদ ১ হাজারের মাইলফলক অতিক্রম করে।