বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৮ ফেব্রুয়ারী ২০১৫, ৮:১২ পূর্বাহ্ন
শেয়ার

ছেলেদের স্মার্টফোন ব্যবহার গান শোনায়, মেয়েদের সেলফিতে


অধিকাংশ পুরুষ নিজের স্মার্টফোনটি সবচেয়ে  ব্যবহার করে থাকেন গান শোনার কাজে। আর মেয়েদের কাছে স্মার্টফোনের কদরটা মূলত সেলফি তোলার জন্যই। সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমনটাই জানিয়েছে অনলাইন শপিং মল অকশন।

৯২৫ জনের উপর পরিচালিত এই জরিপে দেখা যায় স্মার্টফোনে গান শোনায় ছেলেদের ভোট পড়েছে ৫২ শতাংশ। বিপরীতে সেলফিকে প্রথম পছন্দ হিসেবে নির্বাচিত করেছেন ৫১ শতাংশ নারী। ছেলেদের পছন্দের তালিকায় পরবর্তীতে আছে যথাক্রমে গেম খেলা (১৮ শতাংশ), ছবি তোলা (১৬ শতাংশ) ও টিভি দেখা (১২ শতাংশ)। আর মেয়েদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গান শোনা (২৫ শতাংশ), অতঃপর গেম খেলা (১১ শতাংশ) এবং টিভি দেখা (৯ শতাংশ)।