Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে বাংলা ভাষা এবং সংস্কৃতিতে আগ্রাসন প্রতিরোধের অঙ্গীকার   

21 feb bckবাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিতে বিদেশী সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ করতে হবে। তা না হলে সালাম জব্বার বরকত যে আশা নিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন সেই আশা পূরণ হবে না। সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় হিন্দিসহ নানা ভাষার আগ্রাসন দেখা যাচ্ছে। শিশুদেরকে বাংলার পরিবর্তে হিন্দি, ইংরেজি শেখানো হচ্ছে। বিদেশী ভাষা শেখার গুরুত্ব অবশ্যই আছে কিন্তু বাংলা না জেনে বিদেশী ভাষার শেখাটা নিজের স্বকীয়তা বর্জন করার মতোই। গতকাল সিউলের নোউওন সিটি হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা যেকোন মূল্যে বাংলা ভাষাকে আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করেন।

কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স খন্দকার মাসুদুল আলম। বিসিকে সাধারণ সম্পাদক এম এন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকে সভাপতি আবুবকর সিদ্দিক রানা। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন কমিটির সভাপতি এবং বিসিকে নির্বাহী সদস্য এম জামান সজল। এছাড়া বাংলাদেশ দুতাবাসের প্রথমসচিব মোঃ জাহিদুল ইসলাম ভুঁইয়াসহ বিসিকের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

chardike-ad

আলোচনা সভা শেষে কোরিয়া প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।