Search
Close this search box.
Search
Close this search box.

৪১ বছরে প্রথমবার রিজার্ভ ছাড়াল ২৩ বিলিয়ন ডলার

dollarস্বাধীনতার ৪১ পরে বছরের ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়াল ২৩ বিলিয়ন ডলার। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে এ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৩.০৫ মিলিয়ন ডলার।

টাকার পরিমাণে যা ২ হাজার ৩০০ কোটি ৫ লাখ। বাংলাদেশের এই রিজার্ভ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে রয়েছে ভারত।

chardike-ad

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান শীর্ষ নিউজকে বলেন, প্রথমবারের মতো রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার ছাড়াল। বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৩.০৫ মিলিয়ন ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, দেশে বিনিয়োগ মন্দার কারণে বৈদেশিক মুদ্রার খরচ কমে যাওয়া, সম্প্রতি ডলারে বিনিময় মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়া, রফতানি আয়ে প্রবৃদ্ধি বজায় থাকা এবং বেসরকারি খাতে বিদেশ থেকে সহজ শর্তে ঋণ আসার কারণে রিজার্ভ বাড়ছে।

সর্বশেষ ২০১৪ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ২২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। তার আগে গত ৫ নভেম্বর এ রিজার্ভ ছিল ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আগস্টের ৭ তারিখে ২২ মিলিয়নের ঘর পার করে রিজার্ভ।

বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে থাকা ভারতের বর্তমান রিজার্ভ রয়েছে ৩১৩ বিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ৩০০ কোটি ডলারের কিছু বেশি বলে জানা গেছে।

বর্তমান রিজার্ভ দিয়ে ৭ মাসের বেশি সময়ের আমদানি বিল পরিশোধ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।