Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্ব রেকর্ড গড়লেন সাঙ্গাকারা

SANGARAKARA১৯৯৬ বিশ্বকাপে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্ক ওয়াহ। যা বিশ্বকাপের ইতিহাসে ছিল বিশ্ব রেকর্ড। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন কুমার সাঙ্গাকারা। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে পর পর তিন ম্যাচে সেঞ্চুরি করার অনন্য এক রেকর্ড গড়েন তিনি, যা বিশ্বকাপে এর আগে কেউ করতে পারেনি।

বাংলাদেশের বিপক্ষে সাঙ্গাকারা ১০৫ রানের ইনিংস খেলেন। এরপর ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭ রান করেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি সেঞ্চুরি হাঁকান। তবে এবার ১০৪ রানের বেশি করতে পারেননি।

chardike-ad

এর আগে ১৯৯৬ বিশ্বকাপে মার্ক ওয়াহ কেনিয়ার বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেন। এরপর ভারতের বিপক্ষে খেলেন ১২৬ রানের ইনিংস। যা বিশ্বকাপে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে তিনি করেছিলেন। কিন্তু রেকর্ডটি ভেঙে দিয়েছেন সাঙ্গাকারা। এখন দেখার বিষয়, ১১ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে আরো উচ্চতায় তুলতে পারেন কি না সাঙ্গাকারা।