শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১০ মার্চ ২০১৫, ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার

সেমিফাইনালে খেলবে বাংলাদেশ : শোয়েব আখতার


Shoaib-Akhtarটাইগারদের প্রশংসায় মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতি দানব বাংলাদেশের অকুণ্ঠ প্রশংসা করে ইংলিশদের নিয়ে ঠাট্টাও করেন। পাশাপাশি বাংলাদেশ সেমিফাইনালে খেলার সামর্থ রাখে বলেও বিশ্বাস করেন তিনি।

শোয়েব বলেন, ‘বাংলাদেশ কী অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে। কী অসাধারণ পারফরমেন্স দেখিয়েই না কোয়ার্টার ফাইনালে গেল!’

এরপর ইংলিশদের নিয়ে মজা করে বলেন, ‘কিন্তু আমাদের তো ইংল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলা দরকার ছিল। তাহলে ১৯৯২ এর পুনরাবৃত্তি করতে পারতাম।’

এমনকি সেমিতে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি এবং এর লাইনআপও বলে দেন তিনি।

শোয়েব বলেন, ‘বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে আর পাকিস্তান আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে যাবে। ভারতকে হারিয়ে বাংলাদেশ মেসিফাইনালে যাবে। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান যাবে সেমিতে। এরপর সেমিতে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে।’