Search
Close this search box.
Search
Close this search box.

অনলাইনে কেনাকাটা : জীবনকে করছে সহজ

eshopপ্রযুক্তির ছোঁয়ায় সহজ থেকে সহজতর হচ্ছে জীবনের প্রতিটি কাজ। নাগরিক জীবনকে সহজ করতে আসছে নতুন প্রযুক্তি, নতুন কৌশল। আর এতে পরিবর্তন আসছে মানুষের চলাফেরা, কেনাকাটায়ও। কিছুদিন আগেও যা ভাবনায় আসেনি, তা এখন ঘটছে আমাদের বাস্তব জীবনে।

হরতাল-অবরোধ কিংবা যানজটের মতো সমস্যাগুালোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করছে অনলাইনে কেনাকাটা। ডিজাটাল যুগে কষ্ট কমিয়ে দিচ্ছে অনলাইন শপিং সাইটগুলো। পিছিয়ে নেই সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকও। কম্পিউটারে ব্রাউজ করলেই ঘরে বসে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

chardike-ad

বেশিরভাগ অনলাইন শপই ‘ক্যাশ অন ডেলিভারি’ সার্ভিস দিয়ে থাকে। তাই মূল্য পরিশোধ নিয়ে দুচিন্তায় পড়তে হয় না ক্রেতাদের।

সংশ্লিষ্টরা বলছেন, অনলাইনে কেনাকাটা জীবনযাত্রাকে যেমন সহজ করেছে, তেমনি তরুণ উদ্যোক্তা শ্রেণিও গড়ে উঠছে এর মাধ্যমে।

ওয়েবসাইট কিংবা ফেসবুক ফ্যানপেজে পছন্দ করে ওর্ডার দিলেই হলো। বাড়িতে পণ্য পৌঁছে দিতে কাজ করছে উদ্যোক্তারা।

অনলাইনের মাধ্যমে ইলেক্ট্রনিক, যানবাহন, ব্যাক্তিগত ব্যবহারের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, পোষা প্রাণী, শিক্ষা সামগ্রী, খেলা ধূলার উপকরণ, পোশাক, শাক সবজি, মাছ, মাংস, মশলাসহ বিভিন্ন জিনিসপত্র কেনা বেচা হচ্ছে। বিক্রি হচ্ছে বইও।

অনলাইনে কেনাকাটার সুবিধার কথা বলতে গিয়ে ‘আমার দেশ আমার গ্রাম’ অনলাইনের চেয়ারম্যান নুরুর রহমান খান বলেন, ‘অনলাইনে বেচা-কেনার মাধ্যমটি গ্রাহদের বাড়তি ভোগান্তি দূর করে। আমরা গ্রামের তৃণমূল উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করি এবং সরাসরি গ্রাহকদের হাতে পৌঁছে দিই। যার ফলে মধ্যস্বত্বভোগীরা আসতে পারছে না। লাভবান হচ্ছেন উৎপানকারী ও ব্যবহারকারী।’

তিনি আরো বলেন, ‘এখন অনলাইনগুলো শুধু পণ্য বিক্রিই করে না, পুরনো পণ্যও কেনে। যে কেউ পণ্য বিক্রি করতে চাইলে শুধু অনলাইনে যোগাযোগ করলেই হবে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই পণ্য বিক্রি করতে পারবেন।’

শুধু ঢাকা শহরেই নয়, দেশের যেকোনো প্রান্ত থেকেই এসব সাইটে কেনাবেচা করতে পারছেন ক্রেতা-বিক্রেতারা। শীর্ষস্থানীয় অনলাইন কেনাবেচার সাইটে বিভিন্ন পণ্যের ফ্রি বিজ্ঞাপনের সুবিধাও রয়েছে।

বাংলাদেশে অনলাইনে কেনাকাটার জন্য যেসব ওয়েবসাইটগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল-

akhoni.com, goponjinish.com, biponee.com, priyoshop.com, dam.com.bd, bdebazaar.com, ajkerdeal.com , rokomari.com, upoharbd.com, bdgift.com, amargadget.com, priyoshop.com, hutbazar.com, rupkothajamdani.com.।